আগামীতেও নৌকা মার্কায় ভোট দিন-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

tripura.jpg

মিজানুর রহমান সবুজ প্রতিনিধি, খাগড়াছড়ি

বিএনপি-জামাত ডিজিটাল বাংলাদেশের কথা অস্বীকার করে কিন্তু ডিজিটালের সুযোগ আগে তারাই নিচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালী বৈষম্য দূর করেছে শেখ হাসিনা। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপি-জামাতের রাজনৈতির সমালোচনা করে আগামীতেও নৌকা মার্কায় পক্ষে ভোট দেয়ার আহবান জানান।

আজ বৃহস্পতিবার সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মোঃ মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় শোকসভায় রামগড় উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্হিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top