কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের সহিত খুলনার স্বনামধন্য অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

onirban.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

২২ আগস্ট ২০২৩ খ্রিঃ, ০৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ বিকাল ০৫.৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সে খুলনার স্বনামধন্য অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক জনাব প্রভাত নাথ অনির্বাণ লাইব্রেরীর আজীবন সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক পুলিশ কমিশনার মহোদয়’কে শুভেচ্ছা স্মারক হিসেবে সাহিত্য সাময়িকী এবং স্মরণীকা উপহার দেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে খুলনা জেলার পাইকগাছা থানাধীন মাহমুদকাটীর কপিলমুনি এলাকায় অনির্বাণ লাইব্রেরীটি প্রতিষ্ঠিত হয়। অনির্বাণ লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম-সেবা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে কয়েকজন বন্ধুকে নিয়ে লাইব্রেরীটি প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি বই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ উন্নয়নমূলক বহুমূখী কর্মকাণ্ডের মাধ্যমে এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অনির্বাণ লাইব্রেরীর ছাত্র সংসদের সভাপতি আন্দোলন ভদ্র; সেক্রেটারি সুমিত মন্ডল এবং লাইব্রেরীয়ান মোঃ আলমগীর হোসেন-প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top