স্টাফ রিপোর্টার (সিদ্ধিরগঞ্জ)- নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রয়াত হাজী মোহাম্মদ জাকির হোসেন শেখের জন্য দোয়া চেয়ে বিশিষ্ট ব্যবসায়ী শেখ শিবলুর উদ্যােগে গতকাল ১৮ আগষ্ট শুক্রবার জুম্মা নামাজের পরে সিদ্ধিরগঞ্জ, ভান্ডারীপুল,নয়াপাড়া তার নিজ বাড়িতে মাদ্রাসার এতিম ও নারায়ণগঞ্জ রেল স্টেশনে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
দোয়া মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী শেখ শিবলু বলেন নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রয়াত হাজী মোহাম্মদ জাকির হোসেন শেখ এই মহান নেতা সব সময় অসহায় সুবিধা বঞ্চিত গরিব দুখীর কল্যানে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন। আসলে মানুষ এমনই হওয়া উচিত তিনি আমার জীবনে অনুকরণীয় হয়ে থাকবে আজীবন। আল্লাহ এই মহান নেতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
দোয়া ও মোনাজাতে উপস্থিত প্রয়াত হাজী মোহাম্মদ জাকির হোসেন শেখের ছেলে রামিম হোসেন শান্ত শেখ বলেন আপনার এই মহতী উদ্যোগে আমার বাবার আত্মা শান্তি পাবে আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত থেকে সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত হই বিখ্যাত কবি শেখ সাদী (র) তার কবিতায় বলেন তাসবিহ এবং নামাজ দেখে আল্লাহ আমায় ভুলবেনা মানব সেবার কুঞ্জি ছাড়া স্বর্গ দুয়ার খুলবেনা। তাই মহান পেশা সাংবাদিকতার পাশাপাশি মানুষের কল্যানে সেচ্ছাসেবক হিসেবে সব সময় থাকবো ইনশাআল্লাহ।