কয়রায় লজিক প্রকল্পের উদ্যোগে হলুদবুনিয়া খাল পূণঃ খনন কাজের উদ্বোধন

oro.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
দক্ষিণ অঞ্চলের কৃষির উৎপাদন বাড়াতে লবণাক্ততার জন্য অনাবাদী জমি আবাদি জমিতে রুপান্তরের জন্য কয়রার গড়িয়াবাড়ী খাল-পুণঃখনন কাজ শেষে তা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি ও ইউএনসিডিএফ এর সহযোগীতায় পরিচালিত লজিক প্রকল্পের আওতায় কয়রা ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের হলুদবুনিয়া খাল পূণঃখনন করা হয়।

১৭ আগস্ট বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালের কার্যক্রম উদ্বোধন করেন, স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ্জামান, ইউএনডিপি ডিস্ট্রিকক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোঃ আছাদুল হক, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার, নাজমুছ সাদাত প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় উক্ত খালটি খনন করায় এই এলাকার অনেক কৃষক তাদের জমিতে ২ বার ধান উৎপাদন সহ শাক-সব্জী লাগাতে পারবে।
এর আগে প্রধান অতিথি লজিক প্রকল্পের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের কালনা মহিলা দাখিল মাদ্রাসার আধুনিক রেইন ওয়াটার হার্ভেস্টার স্থাপন কাজ শেষে তার কার্যক্রম উদ্বোধন করেন ।

কয়রা, খুলনা প্রতিনিধি

Share this post

PinIt
scroll to top