পঞ্চগড়-খুলনা রুটে নতুন ট্রেন আগস্টেই চালু হচ্ছে -বলেছেন রেলমন্ত্রী

rail.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগস্টের ৩০ তারিখের মধ্যে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি নতুন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। ট্রেনটি পঞ্চগড় থেকে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত চলাচল করবে।
সোমবার সকালে পঞ্চগড় জেলা আ’লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবিরোধী তাদের এই অপচেষ্টা আ’লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ করে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যোগাযোগ সহজতর করতে এই মাসের মধ্যে পঞ্চগড় থেকে রংপুর ভায়া বনারপাড়া পর্যন্ত আরেকটি লোকাল ট্রেন সার্ভিস রামসাগর এক্সপ্রেস চলাচল করবে।
এ সময় নতুন ট্রেন সার্ভিসের ঘোষণায় রেলমন্ত্রীর প্রতি দলীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this post

PinIt
scroll to top