কয়রায় আউশ ধানের শষ্য কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস পালন

365504460_835384971111979_897571691818639865_n.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আউশ ধানের শষ্য কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস পালন করা হয়েছে। চলতি এই আউশ মৌসুমে কৃষি বিভাগের রাজস্বখাত থেকে কৃষকদের সহযোগীতা করা হয়।

সোমবার বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর বিলে কৃষক আঃ খালেকের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলা কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী ও উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল। এতে আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার আঃ হামিদ, মোঃ সোহেল হুসাইন, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিঠু, কৃষক মোঃ আল আমিন, আঃ খালেক প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক আঃ খালেক বলেন, প্রথম বার তিনি ব্রি-৯৮ আউশ ধান চাষ করে ২ বিঘা জমিতে ৩২ মন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন। তার দেখাদেখি আগামীতে এই এলাকায় অনেক কৃষক আউশ ধান চাষ করার আশাবাদ ব্যাক্ত করেছেন।

কয়রা, খুলনা প্রতিনিধি

Share this post

PinIt
scroll to top