দেশের তথ্য ডেস্ক:-
দীর্ঘদিন ধরে একটি চক্র বিশেষ মাস্টার কি দিয়ে দূর্ধর্ষ কৌশলে বড় বড় (১৬১৫ মডেল) এর ট্রাক চুরি করে আসছিল। ইতোঃপূর্বে গত ০১ জুন ২০২৩ খ্রিঃ এ চক্রটি বাগেরহাট সদর থানাধীন চুলকাটি বাজার হতে একটি বড় ট্রাক চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে সদর কোম্পানী, র্যাব-৬ এমন দূর্ধর্ষ চুরির রহস্য উদঘাটনে ও চোর চক্রটিকে সনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। নিবিড় তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা ট্রাক চুরির রহস্য উদঘাটন ও চুরি চক্রের মূলহোতাকে সনাক্ত করতে সক্ষম হয় সদর কোম্পানী। তদন্তে পাওয়া যায় যে, একটি ট্রাক চুরি চক্র দেশের বিভিন্ন জেলা হতে বিশেষ ধরনের মাস্টার কি দিয়ে দূর্ধর্ষ কায়দায় ট্রাক চুরি করে দেশের অন্য প্রান্তে নিয়ে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অভিনব কায়দায় গাড়ীর নম্বর প্লেট পরিবর্তন করে ফেলে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ১২ আগস্ট ২০২৩ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬ আগস্ট দিবাগত রাতে নরসিংদী জেলার শিবপুর থানা হতে একই ভাবে চুরি করে আনা ঢাকা মেট্রো-২২-০৬২৯ এর একটি বড় ট্রাক বাগেরহাট জেলার চিতলমারি থানার বড়গুনি বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক উদ্ধার দূর্ধর্ষ ট্রাক চুরি চক্রের মূলহোতা ১। ইব্রাহিম চৌধুরী(২৯) এবং তার সহযোগী ২। মোঃ রাজু মোল্লা উভয় সাং-খানারপার, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ট্রাক চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নরসিংদী জেলার শিবপুর থানার হস্তান্তর করা হয়।