কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন

chara.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা।।।
কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহর সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আছাদুল হক, অফিস সহকারী মোঃ কামরুজ্জামান, মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল্ আমিন ফরহাদ প্রমুখ।

আলোচনা শেষে কয়রা উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ:- ১২/০৮/২৩ ইং।

Share this post

PinIt
scroll to top