মৌলভীবাজারে নারী-শিশুসহ আটক ১৩ ‘অপারেশন হিল সাইড’

moulo.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ নারী ও ৩ শিশুসহ ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ অপারেশনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন হিল সাইড’।

কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ৮টা থেকে একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে সিটিটিসি অভিযান শুরু করে বলে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ ও কুলাউড়া উপজেলা পুলিশের সমন্বয়ে ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে বেলা ১১টায় ব্রিফিং করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযানে বাড়িটি থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য।

Share this post

PinIt
scroll to top