দুই দিন পর বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Fakhrul-11082023-02.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি দুই দিন পর আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানী রামপুরার চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এই কথা জানান।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘এই ভোট চোর ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন চলছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করেন, নিরপক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন দান করেন। এই দাবি এ দেশের ১৮ কোটি মানুষের।’

দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে আটক করে রেখেছেন সবাইকে মুক্তি দিন। আমাদের নেতা তারেক রহমানসহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন সেই মামলা প্রত্যাহার করুন।’

জনগণের আন্দোলন শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে আজ লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশ নিয়েছেন। আমাদের কথা পরিষ্কার- দফা এক দাবি এক, এই সরকারের পদত্যাগ।’

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মহাসচিব বলেন, ‘হামলা মামলার মধ্যেও আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জয় হবে, জনগণের বিষয় নিশ্চিত।’

এর আগে উত্তর বাড্ডায় গণমিছিলপূর্ব সমাবেশে ফখরুল অভিযোগ করেন, গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে। তবে এবার জনগণ সেই সুযোগ আর দেবে না। তিনি বলেন, এবার আর ভোটের নামে কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এজন্য সরকারকে মানে মানে সরে যেতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪-২০১৮ সালের মতো আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু এবার আর জনগণ তা হতে দেবে না।’

শেখ হাসিনার পদত্যাগই বিএনপির একমাত্র দাবি উল্লেখ করে তিনি এই দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন।

সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।’

ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে এবার কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এবার লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।’

Share this post

PinIt
scroll to top