ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত টাস্কফোর্স গঠনের আহ্বান খুলনা বিএনপির

-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।।

সম্প্রতি দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই রোগী ও মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে খুলনা বিএনপি।

শুক্রবার (১১ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে, দেশের ডেঙ্গু জ¦রের পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতীর সংখ্যা ৮০ হাজারের বেশী এবং মৃত্যু সাড়ে ৩৭৩ জন। দেশের সব হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ব্যবস্থাপনায় ডাক্তারগণ রীতিমতো হিমসিম খাচ্ছেন। দেশের হাসপাতাল গুলোতে শয্যাসংকট থাকায় রোগীর স্বজনরা রোগী ভর্তির জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটোছুটি করছেন। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকেই বাসায় রেখে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট এবং অসাধু ব্যাবসায়ীরা এর সুযোগ নিচ্ছে, বরাবরের মতই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিদাতারা আরো বলেন, যখন বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমের পূর্বেই এডিস মশার লার্ভা নিধনের পরামর্শসহ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিল, সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে বরং বিরোধীদলীয় কর্মীদের নিধনেই বেশী ব্যস্ত ছিলো। যার কারণে এবার ডেংগু ঢাকাসহ প্রায় সবগুলো জেলায় ছড়িয়ে পড়ে। শোনাযায় নিম্ন মানের কীটের কারণে রোগ নির্ণয়
পরযন্ত সঠিকভাবে সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় জরুরী ভিত্তিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করা এবং নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বিএনপি। একইসাথে জরুরীভাবে মানসম্মত ডেঙ্গু রোগ নির্ণয় কীটের ব্যবস্থা করে প্রতিটা জ্বরের রোগীকে ডেঙ্গু স্ক্রীনিং এর আওতায় এনে চিকিৎসার
ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র এই তিন মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত টাস্কফোর্স গঠন করে ডেঙ্গুপরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধ কার্যক্রম বেগবান করতে হবে। বিশেষজ্ঞ প্যানেল গঠন করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

Share this post

PinIt
scroll to top