খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন

KHulna-Medicale-Collage-Hospital-.jpg

দেশের তথ্য ডেস্ক:-  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৪৮১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৫ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে ৬২ জন রোগী ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে ৫ ইউনিট খোলা হয়েছে। এই ৫ ইউনিটে মোট বেড সংখ্যা আছে ৩৪টি। এর মধ্যে পুরুষ ও নারীদের ১৬টি বেড এবং শিশুদের রয়েছে ২টি বেড রয়েছে।

Share this post

PinIt
scroll to top