দেশের তথ্য ডেস্ক:- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জন্মবার্ষিকী পালনে এবারের প্রতিপাদ্য ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান বক্তৃতা করেন। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে অস্বচ্ছল নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরসহ নয়টি উপজেলার ১১০ জন অসচ্ছল ও অসহায় নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন এবং ৪০জন দুস্থ মহিলার মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে সিটি মেয়রসহ অতিথিরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা : জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রেরিত রিপোর্ট।
খুলনা বিশ্ববিদ্যালয় : জন্মবার্ষিকী উপলক্ষে বিকেল সোয়া ৫টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী।
হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন সহকারী প্রভোস্ট প্রফেসর ড. শিমুল দাস। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন আইন ডিসিপ্লিনের জ্যোতি রায় এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সুতপা দে শর্মি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত ‘মহীয়সী বঙ্গমাতা’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সোয়া ১০টায় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে হৈমন্তী ফুল গাছের চারা রোপণ করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ নিউ একাডেমিক কমপ্লেক্সের উত্তর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বাদল ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সস্মুখ থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ইউআরপি ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
নগর যুবলীগ : জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করেছে সংগঠণটি। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার সহধর্মিণী হিসেবে শুধু দায়িত্ব পালন করেন নাই। তিনি নিজ সন্তানের মতো ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছেন। আমি মনে করি জাতির পিতার ন্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুবলীগ নেতা আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, আব্দুলাহ আল মামুন মিলন, রিপন কবীর, সবুজ হাজরা, ইলিয়াস হোসেন লাবু, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক ও জনি বসু সহ নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহিদ শেখ আবু নাসের, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্ট, ২১ আগস্টসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সরকারি আইন কর্মকর্তা : জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি আইন কর্মকর্তাদের আলোচনা সভার আয়োজন করা হয়। জিপি এড. মোঃ আইয়ুব আলী শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা, জেলা পিপি এড. এনামুল হক, স্পেশাল পিপি এড. আলোকানন্দা দাস, এড. এম,এম সাজ্জাদ আলী, এড. শওকত আলী সুজন, এডিশনাল পিপি এড. মোলা আবেদ হোসেন, এড. নবকুমার চক্রবর্তী, এড. মোলা সেলিম রশিদ, এড. জহিরুল ইসলাম পলাশ, এড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, এড. সাফায়েত চৌধুরী, এড. শাহানারা ফেরদৌসি, ফরিদ আহমেদ, এড. আশরাফ আলী পাপ্পু, এড. মেহেদী হাসান, এড. শাম্মী আক্তার, এড. গাজী রাজু আহমেদ, এড. আব্দুল কুদ্দুস, এড. খোরশেদ আলম, এড. পামোলি কাদের প্রমুখ।
মহানগর শ্রমিক লীগ : জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সংগঠনের সহ-সভাপতি মলিক নওশের আলীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন, কাজী আব্দুল ওহাব, মোলা আজাদ আলী, কিংকর সাহা, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, সঞ্জয় কর্মকার, মোঃ নুর ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শীল কুটি, সনজিত ঘোষ, মুস্তাফিজুর রহমান, আব্দুর সাত্তার, শ্যামল সরকার, অসিম পাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জাতির পিতা এবং তার পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনায় করে দোয়া প্রার্থনা করা হয়।