কেএমপি’র খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ০৩ (তিন) সেট তাস ও নগদ ২,৪৫০ (দুই হাজার চারশত পঞ্চাশ) টাকাসহ ০৮ (আট) জন জুয়াড়ী গ্রেফতার

juya.jpg

দেশের তথ্য ডেস্ক:-

গত ০৬ আগস্ট ২০২৩ খ্রিঃ বিকাল ০৫.২৫ ঘটিকায় খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়াড়ী ১) মোঃ বুলু শেখ(৪০), পিতা-মৃত: রাজ্জাক শেখ, সাং-মিল্কি দেয়াড়া, থানা-রুপসা, জেলা-খুলনা; ২) মোহাম্মদ আলী(৪০), পিতা-মৃত: ইব্রাহীম লস্কার, সাং-নিরালা ১নং রোড, থানা-খুলনা; ৩) মোঃ বাদল সরদার(৪২), পিতা-মৃত: হামেদ সরদার, সাং-ঘড়ি মঞ্জিল, থানা-খুলনা; ৪) জব্বার হাওলাদার(৪৩), পিতা-সোবহান হাওলাদার, সাং-আইচগাতী, থানা-রুপসা, জেলা-খুলনা, ৫) মোঃ খুরশিদ আলম(৪৫), পিতা-মৃত: আব্দুর রহিম, সাং-হোল্ডিং নং-১০১ ঘড়ি মঞ্জিল, থানা-খুলনা; ৬) মিঠুন ঢালী(৩৩), পিতা-চিত্তরঞ্জন ঢালী, সাং-কৈয়া বাজার, থানা-হরিণটানা; ৭) মোঃ ইউসুফ হাওলাদার(৩৮), পিতা-মৃত: সেকেন্দার হাওলাদার, সাং-মিল্কি দেয়াড়া, থানা-রুপসা, জেলা-খুলনা এবং ৮) মোঃ জাহিদ শেখ(৪২), পিতা-মৃত: জামাল শেখ, সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে খুলনা থানাধীন বেনীবাবু রোডস্থ (ফুল মার্কেট) জাহান মঞ্জিল নামক ভবনের নিচ তলায় অভিযান পরিচালনা করে সহ গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম ০৩ (তিন) সেট তাস এবং ২,৪৫০ (দুই হাজার চারশত পঞ্চাশ) টাকা আলামত উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানার ননএফআইআর মামলা নং- ২০১/২৩, তারিখ-০৬/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-কেএমপিও অধ্যাদেশ এর ৯৫ রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top