খুলনাসহ তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা।।।

weather-2.jpg

দেশের তথ্য ডেস্ক:- খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত চলা বৃষ্টির প্রভাব পড়েছে সড়কে গাড়ির গতিতে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Share this post

PinIt
scroll to top