৩৩০ মেগাওয়াট প্লান্টে ফের চুরি খুলনা বিদ্যুৎ কেন্দ্রের : ক্যাবল জব্দ, চোর আটক

churi.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদুল সরদার (২২) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ।
ফরিদুলের দেয়া তথ্যমতে খুলনার শেখ পাড়ার একটি ভাংগাড়ির দোকান থেকে ৩০ মিটার লম্বা ক্যাবলটি উদ্ধার করে পুলিশ। চুরি যাওয়া উদ্ধারকৃত ক্যাবলের মূল্য দেড় লক্ষ টাকা বলে পুলিশ জানায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটের পূর্ব পাশের দেয়াল টপকে কয়েকজন চোর ভিতরে প্রবেশ করে। তারা রক্ষিত ক্যাবল কেটে আবার দেয়াল টপকে চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খালিশপুর থানার উপ-পরিদর্শক মোঃ রিয়াজ রহমান চোরকে সনাক্ত করেন। এরপর বিদ্যুৎ কেন্দ্রের গেট সংলগ্ন মৃত হালিম সরদারের ছেলে ফরিদুলকে গ্রেফতার করে ক্যাবলটি উদ্ধার করে।

গত জুলাই মাসের প্রথমদিকে বিদ্যুৎ কেন্দ্রের স্টোর থেকে পূর্বের রক্ষিত আন্ডারলাইন ক্যাবল কেন্দ্রের নিরাপত্তা বিভাগের সহয়তায় পাচার করা হয়েছে, যা ট্রাক ভরে নিয়ে গেছে ব্যবসায়ীরা। এলকাবাসীর অভিযোগ নিরাপত্তা বিভাগের সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রে প্রায় চুরির ঘটনা ঘটে। বিষয় গুলি সুষ্ঠুভাবে তদন্ত করলে চুরির সাথে কারা জড়িত এর আসল রহস্য বেরিয়ে আসবে।
এদিকে চুরি ঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের করেছে মোঃ শহিদুল নামে এক কর্মকর্তা। মামলায় ফরিদুল সরদারকে আসামি করা হয়েছে। এ বিষয়ে খালিশপুর থানার ওসি মনীরুল গিয়াস জানান, মালামাল উদ্ধার করা হয়েছে, চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। চুরির সাথে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this post

PinIt
scroll to top