দেশের তথ্য ডেস্ক দৌলতপুর প্রতিনিধি :- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, ৪৮ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা বিরোধী শক্তি সাম্রাজ্যবাদী শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। হত্যাকারীরা হত্যার মধ্যদিয়ে দেশকে পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু বন্ধবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আ’লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কুয়েট প্রধান ফটক সংলগ্ন এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর ৩৩নং ওয়ার্ড (যোগিপোল ইউনিয়ন) আ’লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিল তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে। তাই আগামীর প্রজন্মকে সুখী ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ দেখতে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা আ’লীগের সভপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
৩৩নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন আ’লীগ নেতা হোসেন আলী হাওলাদার, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, কুয়েট শাখা ছাত্রলীগ নেতা রুদ্রনীল হিংস, নিবিড় রেজা, আব্দুর রউফ, নাহিদ হাসান শুভ, মহানগর কৃষক লীগ নেতা মোঃ মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন, যুবলীগ নেতা জাহিদ আল মামুন, শ্রমিক লীগ নেতা লিয়াকত মুন্সি, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ সুমন।
শোকসভা ও দোয়ায় দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ, থানা আ’লীগ নেতা মোঃ সুরুজ্জামান হানিফ, মাস্টার শাহজাহান হাওলাদার, খ ম লিয়াকত আলী, সৈয়দ কেসমত আলী, মোঃ ইউসুফ আলী খলিফা, মোঃ শাকিল আহমেদ, নুর মোহাম্মাদ মুন্সি, আবু হেনা বাবলু, জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, শাহারা জলি প্রমুখ।