‘শ্রেষ্ঠত্ব নয় সঙ্গীতের সেবক হতে চাই’ খুলনার হয়ে জাতীয় শিশু পুরস্কার জিতেছে কপিলমুনির নয়ন বিশ্বাস

guiter.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  তৃতীয় শ্রেণির ছাত্র থাকাকালীন মায়ের উৎসাহে গান শেখা শুরু। ওস্তাদ স্বপন কুমার দেবনাথের কাছে গানের হাতে খড়ি নয়নের। অজপাড়া গাঁয়ের নানা প্রতিক‚লতার মধ্যে যেন সবটুকু উজাড় করে দিয়েছেন এমনটি জানিয়ে গুরুদক্ষিণায় বিনম্র কৃতজ্ঞতা ও ভক্তির শত কোটি প্রণাম জানায় শিশু শিল্পী নয়ন বিশ্বাস (১৬)। কপিলমুুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০২২-২৩ এ অংশ নেয় নয়ন বিশ্বাস। উপজেলা ও জেলার গন্ডি পেরিয়ে খুলনা বিভাগের সেরা হয়ে দেশাত্মবোধক ও লোক সঙ্গীতে জাতীয় পর্যায়ে অংশ নেয় নয়ন। বিচারকের চুল চেরা বিশ্লেষণে সারাদেশের মধ্যে নয়ন দেশাত্মবোধক গানে তৃতীয় স্থান লাভ করেছে। নয়ন বিশ্বাস, স্কুল শিক্ষক পিতা তপন বিশ্বাস ও মাতা তনুজা বিশ্বাসের ছোট ছেলে। বাবা-মার পাশাপাশি দাদা চঞ্চল বিশ্বাস ও বৌদি রিংকু মন্ডলের আদর-ভালোবাসায় নয়নের বেড়ে ওঠা।
ছোট বেলা থেকে তার ছিল সঙ্গীত শেখার প্রতি প্রবল ইচ্ছা। সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় আবক্ষাস উদ্দিন সঙ্গীত নিকেতনে সঙ্গীত চর্চা শুরু। মায়ের একান্ত আগ্রহে নয়ন অংশ নেয় নানা প্রতিযোগিতায়। দিনে দিনে উপজেলা ও জেলা শহরের নয়ন হয়ে ওঠে অপ্রতিদ্ব›দ্বী। নয়নের উপস্থিতি মানেই সেরা পুরস্কারটি তার। শত-শত পুরস্কার মাঝে ২০১৯ সালের এস এম মোস্তফা রশিদী সুজা পদক-২০১৯ নয়নকে পৌঁছে দেয় অন্য এক মর্যাদায়। খুলনার ওস্তাদদের নজর কাড়ে নয়ন বিশ্বাস। নিজ যোগ্যতার সাথে অভিজ্ঞ ওস্তাদের আশীর্বাদ নয়নকে আরও আগ্রহী করে তোলে। অল্পদিনের মধ্যেই বাংলাদেশ বেতার খুলনার লোক সঙ্গীতের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয় নয়ন। এটিএন বাংলা আয়োজিত রিয়েলিটি শো “আগামীর তারকায়” অংশ নিয়ে সারাদেশে প্রায় দেড় লক্ষ প্রতিযোগিতার মধ্যে সেরা ১৫ জনে উঠে আসে। তবে শিশু শিল্পী নয়ন বিশ্বাস এবার তার অর্জনের ঝুলিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠাত্বের স্বাক্ষর রেখেছে। দক্ষিণের জনপদ ঐতিহ্যবাহী কপিলমুনিকে যারা বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার প্রমান রেখেছেন তাদের একজন শিশু শিল্পী নয়ন বিশ্বাস। সঙ্গীত সাধনায় নয়ন নিজেকে নিয়োজিত করতে চাই। শ্রেষ্ঠাত্বের লড়াই নয়, সঙ্গীত বুকে লালন করে একজন সেবক হতে নয়ন সকলের দোয়া চেয়েছে।

Share this post

PinIt
scroll to top