মুখপাত্র অরিন্দম বাগচি – বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট চায় ভারত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নিরুত্তর

orindom.jpg

দেশের তথ্য ডেস্ক :-  বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব সরব হলেও নীরব রয়েছে আরেক গুরুত্বপূর্ণ দেশ ভারত। এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই এবার দেশটির সরকার বলেছে, বাংলাদেশের সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত দেখতে চায় তারা। এ জন্য দেশটি নিজেদের মতো পরিকল্পনা করুক। নির্বাচন-সংক্রান্ত সবটাই ঠিক করবে বাংলাদেশের মানুষ। তবে এদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ইস্যু তত্ত¡াবধায়ক সরকার নিয়ে মুখ খোলেনি বৃহৎ প্রতিবেশী দেশটি।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বাংলাদেশের নির্বাচন নিয়ে এসব কথা বলেন।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক দুনিয়া নানা রকম মন্তব্য করছে আর পরামর্শ দিচ্ছে। এর আগের দু’টি নির্বাচন নিয়ে ভারত কথা বললেও এবার কেন নীরব, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানা হিসাব হাজির করছেন। তবে ভারতের পরিষ্কার ব্যাখ্যা, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে। সবকিছু তারাই নির্ধারণ করবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেক দিন পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, তাদের আশা, ভোটের আগে তত্ত¡াবধায়ক সরকার গঠিত হবে।

অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও ছিলেন নিরুত্তর।
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিতর্ক প্রসঙ্গে অরিন্দম বাগচি বলেন, ‘এগুলো নিয়ে পুরো বিশ্বই মন্তব্য করতে পারে, তবে ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে, তাতে আমরাও জড়িত, কারণ তা আমাদের প্রভাবিত করে…। বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেভাবেই হওয়া উচিত।’
মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছা অনুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে নেই ভারত। তিনি বলেন, ভারত চায় নির্বাচন পরিকল্পনামাফিক হোক।
তত্ত¡াবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে মুখপাত্র কিছু বলতে চাননি। ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

Share this post

PinIt
scroll to top