নগরীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এজাজ দেশের মানুষ জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায় মানে না, মানবে না

jiya.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, দুদক এখন সরকারের অন্যতম আজ্ঞাবহ প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে বিএনপি চেয়ারপারসন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় সাজা দেয়া হয়েছিল। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় কারান্তরীণ। আইনগতভাবে জামিন প্রাপ্তির অধিকার থাকলেও তাকে সেই অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। আওয়ামী সরকারের ঘৃণ্য চক্রান্তের শিকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয় না। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে আ’লীগ। শুধু তাই নয়, প্রখ্যাত চিকিৎসক জোবাইদা রহমান অরাজনৈতিক ব্যক্তি হবার পরও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন। দুদক ও বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে আদালতের মাধ্যমে তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছে। দেশের মানুষ জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায় মানে না, মানবে না।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এ সাজা প্রদান প্রমাণ করে বর্তমান শাসকগোষ্ঠী তারেক রহমানের জনপ্রিয়তায় ভীতু এবং জিয়া পরিবারের প্রতি কতটা প্রতিহিংসাপরায়ণ। বাংলাদেশ দেওলিয়াত্বের পথে জিয়া পরিবার এক বিরাট বাধা। অচিরেই কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল­াহ্।

জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা স ম আব্দুর রহমান, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, এস এম শামীম কবীর, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মোঃ মুর্শিদ কামাল, মোল­া ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, খায়রুল ইসলাম খান জনি, একরামুল কবীর মিল্টন, মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইফুজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, নুরুল আমিন বাবুল, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, মোল­া সাইফুর রহমান, জাবেদ মলি­ক, হাবিবুর রহমান, যুবদলের নেহিমুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন ও মুন্তাসির আল মামুন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, শ্রমিক দলের মোঃ মুজিবর রহমান, তাঁতী দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, জাসাসের শহিদুল ইসলাম, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে কারাদণ্ডাদেশ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিপুল সংখ্যক নেতা-কর্মী খুলনায় রেল স্টেশনে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে তাৎক্ষণিক কর্মসূচি শেষ হয়।

Share this post

PinIt
scroll to top