জবির ১৬৬ শিক্ষার্থী পেলো যাকাত তহবিলের বৃত্তি

britti-20230802134933.jpg

দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :-  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল‍‍` (যাক তহবিল) এর আয়োজনে সপ্তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের যাকাত ও কল্যাণ তহবিলের এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অনুষ্ঠানে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাক তহবিলেরর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।

Share this post

PinIt
scroll to top