অভয়নগরে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রী’কে পুড়িয়ে মারার চেষ্টা!

nrjaton-20230802140752.jpg

দেশের তথ্য ডেস্ক যশোর প্রতিনিধি :-  যশোরে অভয়নগরে পাষন্ড স্বামী আগুন দিয়ে স্ত্রী’কে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এ কেমন বর্বরতা! এ ঘটনায় খবর পেয়েও পুলিশের নেই কোন ভ‚মিকা। উপজেলার সরখোলা গ্রামের হালদার আলীর মেয়ে আয়শা আক্তার তিলা (২৩)। তার পাষণ্ড স্বামী ইমরান সিকদার নড়াইল জেলার কালিয়া উপজেলার চানপাড়া গ্রামের রউফ সিকদারের ছেলে। ঘটনার পর থেকে স্বামী ইমরান সিকদার পলাতক রয়েছে।

জানা গেছে, তার স্বামী ইমরান শিকদার যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করে শরীরে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এসময় প্রতিবেশীরা জানতে পেরে অহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারী স্বামীসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

ভুক্তভোগির মা আলেয়া বেগম বলেন, আমার মেয়ে তিলার কাছে জামাই ইমরান সিকদার যৌতুকের টাকা চাই। দিতে অস্বীকার করায় তার স্বামী ইমরান তাকে অমানুষিক নির্যাতন করতে থাকে। এক প্রর্যায় ওই তিলা জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে তার স্বামী ইমরান ও শ্বশুর-শাশুড়ি বাড়ির লোকেরা আমার মেয়ের শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় চাচি শাশুড়ী ঘটনা দেখে আমার মেয়ের শরীরে আগুন নিভিয়ে দেয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন ভাবেই অভিযোগ গ্রহন করেনি। আমাদের নড়াইল থানায় যেতে বলে তাড়িয়ে দিয়েছে। আমরা গরীব অসহায় মানুষ বলে কি পুলিশের কাছে কোন সহযোগিতা বা বিচার পাবোনা? এটা কেমন ধরনের অবিচার বলে তিনি কেঁদে ফেলেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ৭ নম্বর বেড়ে চিকিৎসাধিন আছেন। আগুনে পুড়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে। হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক ঠিক হতে একটু সময় লাগবে। কিন্তু ক্ষত ঠিক হবে কিনা জানা নেই।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ওই গৃহবধুদের পক্ষ থেকে একজনকে থানায় আসতে বলা হয়েছে। গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টার বিষয়টা সম্পুর্ণ জেনেছি। থানায় আসলে আমরা অবশ্যই দেখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this post

PinIt
scroll to top