খুবিতে কালোব্যাজ ধারণের মাধ্যমে শোকের মাস আগস্টের কর্মসূচি শুরু

kubi.jpg

শাহরিয়ার কবির,দেশের তথ্য নিজস্ব প্রতিবেদক খুলনা প্রতিনিধি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শুরু হয়েছে।

০১ আগস্ট (মঙ্গলবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালোব্যাজ ধারণের মাধ্যমে শোকাবহ আগস্টের কর্মসূচি পালন শুরু করেছেন।

এছাড়া শোকের মাস আগস্টের প্রথম দিনেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে ড্রপডাউন ব্যানার টাঙানো হয়েছে।

Share this post

PinIt
scroll to top