খুলনায় চাঞ্চল্যকর ক্লুলেস মারুফ হত্যাকান্ডের মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

clueless.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  

গত ২৯ জুলাই ২০২৩ ইং তারিখ খুলনা জেলার ফুলতলা থানাধীন মারুফ খান (১৭) নামে এক ভ্যান চালক ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন।পরের দিন ৩০/০৭/২০২৩ ইং তারিখ সকালে ফুলতলা থানাধীন ডাকাতিয়া বিলের একটি মাছের ঘেরের পাড়ে স্থানীয় লোকজন একটি নৃশংসভাবে গলা কেটে হত্যা করা লাশ দেখতে পায়। পরবর্তিতে ফুলতলা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং উক্ত লাশটি মারুফ খানের বলে তার আত্মীয়-স্বজন সনাক্ত করে। পুলিশ মৃত্যুর সঠিক কারন নির্ণেয়ের লক্ষ্যে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে হত্যা সংক্রান্ত কোন সঠিক ক্লু না পেয়ে ভিকটিমের চাচা বাদী হয়ে খুলনা জেলার ফুলতলা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসল ঘটনা উৎঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ০১ জুলাই ২০২৩ ইং তারিখ রাতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত ভ্যানচালক “মারুফ” হত্যাকান্ডের মূল হত্যাকারী আলমগীর সরদার যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ যশোর জেলার কোতয়ালী থানা মুরুলি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল আাসমী ১। আলমগীর সরদার (২৩), থানা-ফুলতলা, জেলা-খুলনা’কে গ্রেফতার করে এবং ভিকটিম মারুফের ভ্যানটি উদ্ধার করে। আসামী আলমগীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top