বাতাসে বইছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার খবর। দলবদলের শেষ দিকে এসে গত কয়েক দিনে পরিবেশ হয়ে উঠছে ক্রমেই উত্তপ্ত। এমবাপ্পের ভবিষ্যৎ কী—এমন প্রশ্ন উঠছে হরহামেশাই। সৌদি আরবের ক্লাব আল হিলালের ২০ কোটি ইউরোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
সৌদি লিগে খেলতে রাজি নন তিনি। রিয়াল মাদ্রিদ তাঁকে চায়। এমবাপ্পেও চান স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়ে চাপাতে। কিন্তু লা লিগা শুরুর দুই সপ্তাহ আগেও উভয় ক্লাব আলোচনায় বসেনি।
স্প্যানিশ গণমাধ্যম অবশ্য বলছে, লা লিগা মাঠে গড়ানোর আগেই এমবাপ্পেকে দলে নেওয়া নিশ্চিত করতে চায় রিয়াল। এরই মাঝে গুঞ্জন উঠেছে, এক মৌসুমের জন্য তাঁকে ধারে চাচ্ছে লিভারপুল। ধারণা করা হচ্ছে, আসছে মৌসুম ইংলিশ ক্লাবটিতে খেলে পরের মৌসুমে ‘মুক্ত’ খেলোয়াড় হিসেবে রিয়ালে যোগ দেবেন এই ফরোয়ার্ড!
পিএসজির সঙ্গে আরো এক মৌসুম চুক্তি আছে এমবাপ্পের। এরপর আর চুক্তি নবায়ন করতে না চাওয়ায় তাঁকে বিক্রি করে দিতে উঠে পড়ে লেগেছে পিএসজি।
কিন্তু এমবাপ্পে চায়, চুক্তির মেয়াদ পূর্ণ করেই ক্লাব ছাড়তে। মেয়াদ পূর্ণ করে ক্লাব ছাড়লে বিশাল অঙ্কের আনুগত্য বোনাস পাবেন তিনি। তবে পিএসজি নিজেদের পুরনো সিদ্ধান্তেই অটল। এমবাপ্পের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশার মধ্যে থাকলেও আরেক ফরাসি ফুটবলার উসমান দেম্বেলের বার্সেলোনা ছেড়ে যাওয়া অনেকটাই নিশ্চিত। পাঁচ বছরের চুক্তিতে তিনি যোগ দিতে যাচ্ছেন পিএসজিতে।
তাঁকে পেতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের গুনতে হবে পাঁচ কোটি ইউরো।
এদিকে পিএসজি ছেড়ে তিন বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব গালাতাস্যারাইয়ে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। নাপোলি ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনকে পেতে ১৪০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে আল হিলাল। অবশ্য গত মৌসুমে নাপোলিকে লিগ শিরোপা জেতাতে বড় অবদান রাখা এই ফুটবলার থেকে যেতে চান ইতালির ক্লাবটিতেই।