১০ কোটি টাকার অবৈধ সম্পদ কাস্টমস কমিশনার এনামুলের, দুদকের মামলা

dudok.jpg

দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :-  প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন এ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা থাকার অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন এ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বর থেকে অনুসন্ধানে নামে দুদক। এরপর ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। রাজধানীর রামপুরা ও আফতাবনগরসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে জমি ও ফ্ল্যাট কেনা এবং অবৈধভাবে লাখ লাখ টাকা বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Share this post

PinIt
scroll to top