দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :- ফুটপাতে আনমনে হাঁটছিলেন নগরীর কাস্টমঘাটের ইট বালু ব্যবসায়ী মুন্সী বাবুল হোসেন (৫৫)। পেছন থেকে মোটরসাইকেলের হর্ণ দিলেও সাইড না দেবার অভিযোগে বেধড়ক পিটিয়ে হত্যা করা হলো তাকে। গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর গগণ বাবু রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন মুন্সী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে গগণ বাবু রোডের বাসিন্দা মোঃ আজাদুর রহমান বাবুর ছেলে এবং এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
মামলার বাদী নিহতের ছেলে ইমরান মুন্সী জানিয়েছেন, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে গন বাবু রোডের ফুটপাতে সিটি মেয়র-এর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমার বাবা বাবুল সরদার। মোটরসাইকেল চালক সাইফুল পেছন দিক থেকে হর্ণ দিলে নাকি তাদের সাইড দেয়নি আব্বা। এ কারণে মোটরসাইকেল থেকে নেমে প্রকাশ্য দিবালোকে আমার আব্বাকে পিটিয়ে হত্যা করেছে ওরা। পরে স্থানীয়রা আমার আব্বাকে উদ্ধার করে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওরা আমার আব্বাকে খুন করেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, এ ঘটনায় সাইফুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।