কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয়ের সহিত খুলনাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

362929295_592381976402775_4946578842829281586_n.jpg
দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  
আজ ৩১ জুলাই ২০২৩ খ্রিঃ, ১৬ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ বিকাল ০৪.৪৫ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সহিত খুলনাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনের কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে কেএমপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ডা. অরুণ কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন, খুলনা ও প্রাক্তন জেলা প্রাণিসম্পদ অফিসার, খুলনা; কৃষিবিদ শংকর প্রসাদ মন্ডল, প্রাক্তন সহকারী পরিচালক, প্রাণিসম্পদ বিভাগ; ডা এ বি এম জাকির হোসেন, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হেলথ, খুলনা বিভাগ; কৃষিবিদ রফিকুল ইসলাম, উপপরিচালক, আঞ্চলিক হাঁস প্রজনন খামার, খুলনা; ডা স্বপন কুমার রায়, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, খুলনা; প্রফেসর শফিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়; জনাব মঞ্জুর আলম, পিডি, ববঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, খুলনা; কৃষিবিদ এস এম ফেরদৌস, প্রাক্তন অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চল; কৃষিবিদ জয়দেব পাল, জেলা মৎস্য অফিসার, খুলনা; কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা,অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ বিভাগ, খুলনা; কৃষিবিদ জাকিয়া সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগ, খুলনা এবং সাথে মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অন্যান্য বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে কর্মরত কৃষিবিদবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top