দেশের তথ্য রামপাল বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ঝর্না বেগম (৪০) নামের এক মধ্যে বয়সী মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মৃত ঝর্না বেগম উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালি গ্রামে ইউনুস শেখের স্ত্রী রবিবার সকালে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী এবং ঝর্না বেগমের কন্যা রুমা খাতুন ও কনা খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই শামীম (১৪)’র কাছে একই এলাকার খালেক মল্লিকের পূত্র সবুজ মল্লিকের দোকানে ১৮০ টাকা পাওনা ছিল । গেল শুক্রবার দোকানী সবুজ মল্লিক আমার ভাইকে পাওনা টাকার জন্য বকাবকি করে । এতে শামীম বাড়ি আসলে আমার মা ও ভাইকে বকাবকি করে । পরে খালেক ,তার ভাই , ছেলে, স্ত্রী, পুত্রবধূ তোএসে আমার মাকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে , এতে মার বিভিন্ন স্থানে যখম হয় । তারা মেরে আবার থানায় অভিযোগ দায়ের করে এবং আমাদের হুমকি ধামকি দেয় । রবিবার সকালে আমার বাবা ইউনুস শেখ কাজে যায়, পরবর্তীতে তিনি ফিরে এসে বাড়ির পেছনের একটা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা’কে পায় । পরে পুলিশকে খবর দিলে মা’কে মৃত উদ্ধার করে ।
এ বিষয়ে স্থানীয় মহিলা মেম্বার মনিরা বেগম কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটা শালিশ করতে যাচ্ছিলাম পথের মধ্যে স্ত্রী ঝর্না বেগম সাথে তখন আমাকে মারপিটের ক্ষতোর চিহ্ন দেখায় এবং এলাকায় গিয়ে এর সত্যতা পেয়েছিলাম । এলাকাবাসীর অনেক লোক নাম প্রকাশ না করে বলেন ওরা খুব ভয়ংকর লোক ওদের ব্যাপারে কথা বললে আমাদের রেহাই হবে না কিন্তু এই মহিলাকে ভাবে মারপিট করেছে এটা ঠিক নয় ।
খবর পেয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস.এম আশরাফুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে প্রেরন করেন । তিনি জানান….মৃতের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করছি, প্রাথমিক ভাবে জানতে পেরেছি পুত্রের কাছে পাওনা টাকার জেরে ঝর্না বেগমকে মারধর করে । তবে কেন তিনি আত্মহত্যা করলেন সেটা তদন্ত শেষেই বলা যাবে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে