খুলনায় বিএনপি’র জনসমাবেশ আজ , ঢাকায় গ্রেফতার খুলনার ১২ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি

BNP-Flag-1.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপি এ জনসমাবেশের আয়োজক। জনসমাবেশ সফলে গতকাল রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় গ্রেফতারকৃত খুলনা বিএনপি’র ১২ জন নেতা-কর্মী নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ।
সভায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেপরোয়া লাঠিচার্জে অগণিত নেতা-কর্মীসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তার ওপর ফেলে দিয়ে মাথায় ও হাতে-পায়ে নির্দয়ভাবে আঘাত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে গাবতলী’র অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল­াহ আমানকে টেনে-হিঁচড়ে পুলিশ আটক করার ঘটনায় নিন্দা জানানো হয়।

সভায় বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে সেটিই বিএনপি’র দুই নেতাকে সমাদর করার কারণ হিসেবে দাবি করেছেন বিএনপি নেতৃবৃন্দ। অসুস্থ দুই নেতাকে ‘ফুল আর খাবার দিয়ে গোপনে ভিডিও করে তা প্রচার’ করা হয়েছে বিভ্রান্তি তৈরির জন্য বলে উলে­খ করেন নেতৃবৃন্দ।

সভায় ঢাকার মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী খুলনাবাসী ও বিএনপি’র নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়।

নগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল শফিকুল আলম মনার সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন স ম আঃ রহমান, সৈয়দা রেহেনা ঈসা, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, হাফিজুর রহমান মনি, আবু মোঃ মুরশিদ কামাল, শেখ জাহিদুল ইসলাম, মোল­া ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনুল ইসলাম পাখি, জহর মীর, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আহসানউল­াহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, কাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আব্দুল ওহাব, কাজী কামরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান আসাদ, যুবদলের নেহিবুল হাসান নেহিম, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মুন্তাসির আল মামুন, কৃষক দলের সজীব তালুকদার ও তাঁতীদলের আবু সাঈদ শেখ প্রমূখ।

Share this post

PinIt
scroll to top