দেশের তথ্য ডেস্ক :- আজ ২৯ জুলাই ২০২৩ খ্রিঃ, ১৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ১৪.৩০ ঘটিকায় খালিশপুর থানা পুলিশের আয়োজনে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা মহোদয় এঁর হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খালিশপুর থানার পক্ষ হতে বিদায়ী পুলিশ কমিশনারের হাতে ক্রেস্ট এবং স্মৃতিস্মারক তুলে দেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং অফিসার ইনচার্জ খালিশপুর থানা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী কমিশনার মহোদয়ের কেএমপিতে অবস্থানকালীন সময়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং তাঁর সততা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপীনাথ কানজিলাল; অফিসার ইনচার্জ খালিশপুর থানা জনাব শেখ মনীর উল গীয়াস এবং পুলিশ পরিদর্শক তদন্ত জনাব অনিমেষ মন্ডল-সহ খালিশপুর থানার অফিসারবৃন্দ ও ফোর্স।