দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ব্যাপক তল্লাশি চলছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও আব্দুল্লাহপুরে চৌকি বসিয়ে এই তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা আশুলিয়া সড়কের বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে তাদের দেহ তল্লাশি করা হচ্ছে।
যাত্রীদের সঙ্গে থাকা মালামালও দেখছে তারা। এদিকে টঙ্গী-আশুলিয়া সড়কের ছোট ব্রিজের পাশে তল্লাশি করা হচ্ছে।
টঙ্গী-কালীগঞ্জ রোড, ঢাকা-ময়মনসিংহ রোডসহ ছোট-বড় সব সড়কের মোড়ে মোড়ে বিশেষ তল্লাশি অভিযান চলছে। গণপরিবহন ছাড়াও রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া সন্দেহজনক পথচারীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা রুটিন কাজ করছি।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ শান্তি মিছিল করে সতর্ক পাহারায় রয়েছে। ঢাকার প্রবেশদ্বার টঙ্গী ব্রিজ পার হয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের লোকজন অবস্থান নিয়েছে। তারা মাঝে মাঝে খণ্ড খণ্ড মিছিল করছে।
তবে বিএনপির লোকজনকে দেখা যায়নি।