দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম (২১)। সে শেরপুরের নকলা উপজেলার নারায়ণকোটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মন্নাফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় পাওয়া গেছে।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষে ওই যুবক নিহত হন। সে সময় আহত হন আরও চার জন।