দেশের তথ্য ডেস্ক মাদারীপুর প্রতিনিধি :- মাদারীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে সবুজ মৃধা নামের যুবককে কুপিয়ে হাত পায়ের রগ কেটে ফেলার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সবুজ মৃধার বাবা বাদশা মৃধা।
আসামিরা হলেন- মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৪৮), শহরের বিসিক শিল্প নগরীর এলাকার জাকির তালুকদারের ছেলে অনন্ত নাহিয়ান (২৫), রাজ্জাক হাওলাদারের ছেলে বিধান হাওলাদার (২৭), মিজান হাওলাদার (৩০), মঠখোলা এলাকার আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী (৩২), পশ্চিম রাস্তি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আল আমি হাওলাদার (২৭), মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহীদ হারুণ সড়ক এলাকার মনসুর আহম্মেদের ছেলে মহিদুল হাসান নয়ন (৩৫), মৃত শফিজউদ্দিন বাকাউলের ছেলে বিদ্যুৎ বাকাউল (৩৮), পৌরসভার বটতলা এলাকার রব বেপারীর ছেলে রবিন বেপারী (২৭) ও বিসিক শিল্প নগরীর সজিব (২৫)। এছাড়া মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় সবুজ মৃধাকে। তিনি রিকশাযোগে লঞ্চঘাট এলাকায় যাবার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়। এসময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সবুজের ওপর হামলার ঘটনায় ১০ জনের নামে মামলা করেছেন তার বাবা।
আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।