বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মডেল ও হাউলী প্রতাপকাটী চ্যাম্পিয়ন

bongomata.jpg

দেশের তথ্য ডেস্ক  খুলনা প্রতিনিধি \
পাইকগাছা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তর আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বঙ্গবন্ধু গ্রæপের ছেলেদের খেলায় টাইবেকারে লতার মুনকিয়া অমর কানন প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গ্রæপে মেয়েদের খেলায় লতার হাড়িয়া খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনির হাউলী প্রতাপকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ভারপ্রাপ্ত মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আছাদুজ্জামান, দেবাশীর্ষ দাশ, ঝংকার ঢালী, প্যানেল চেয়ারম্যান পুলকেশ মন্ডল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, ডিএম শফিকুল ইসলাম, কোহিনুর ইসলাম, এসএম শফিকুল ইসলাম, বাবুল আক্তার, লুৎফর রহমান, নিতাই পদ মিস্ত্রী, জাহানারা খাতুন, প্রসেনজিৎ, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, আলমগীর আলম। খেলা পরিচালনা করেন শিক্ষক এসকে আছাদুল্লাহ মিঠু, আবু সাঈদ, রফিকুল ইসলাম, রতেœশ^র সরকার, এনামুল হক ও সোহরাব হোসেন। ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক সৌরভ রায়, মহসিন আযম ও অনুপ কুমার সরকার। সেরা গোলদাতা নির্বাচিত হন মুনকিয়ার সিয়াম গাজী ও হাড়িয়ার চৈতালী মন্ডল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুনকিয়ার রাতুল রায় ও হাউলীর কামনা সরদার।

Share this post

PinIt
scroll to top