বাংলাদেশ দলের এশিয়া কাপের জন্য ২০ জনের দল

bangladesh-1.webp

দেশের তথ্য ডেস্ক :-  এশিয়া কাপ সামনে রেখে ২৯ জুলাই থেকে বাংলাদেশ দলের কার্যক্রম শুরু হচ্ছে। তবে এর আগে ৩০ জনের যে প্রাথমিক দল দেওয়ার কথা ছিল, সেটি আর দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস। নতুন সিদ্ধান্ত হলো, পূর্ণাঙ্গ প্রস্তুতি শিবিরের জন্য আগস্টের প্রথম সপ্তাহে যে দল দেওয়া হবে, তার সদস্যসংখ্যা হবে ২০ জন।

সিদ্ধান্ত বদলের ব্যাখ্যায় জালাল বলছিলেন, ‘আমরা এখন আর প্রাথমিক কোনো দল দিচ্ছি না।

এমনিতে ২৯ জুলাই থেকে কার্যক্রম যথারীতি শুরু হয়ে যাচ্ছে। এখানে ৩০ জনের মতো ক্রিকেটারই থাকবে। শুরুতে সবারই নানা ধরনের মেডিক্যাল ও ফিটনেস টেস্ট হবে। সেসব শেষ হলে আগস্টের ৫-৬ তারিখে আমরা এশিয়া কাপের জন্য ২০ জনের একটি দল দেব।


বলা বাহুল্য, ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের চূড়ান্ত দলটি হবে ১৫ জনের। কাছাকাছি সময়ের মধ্যে হওয়ায় এটিই বিশ্বকাপের দল হতে পারে বলে আলোচনা আছে। তবে জালাল জানালেন, ‘এটিই বিশ্বকাপ দল নয়, এশিয়া কাপের দল বিশ্বকাপের না-ও হতে পারে। কেউ খুব খারাপ করলে ও ফর্মে না থাকলে বিশ্বকাপ দলে পরিবর্তন আসতেও পারে।

নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট চাইলে তা করতেই পারে। তা ছাড়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমাও এখনো বেশ দূরে।’
অনুশীলন শিবির আপাতত ঢাকায়ই করার পরিকল্পনা, ‘সিলেটকে তৈরি রাখা হচ্ছে। ওখানেই শিবির করতে পারলে সবচেয়ে ভালো হতো। কারণ সেখানকার উইকেটই প্রস্তুতির জন্য আদর্শ।

কিন্তু বৃষ্টির কথাও মাথায় রাখতে হচ্ছে। ঢাকায় যা (দেশের বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর তুলনায়) একটু কম। তাই শিবিরের শুরুটা ঢাকায়ই করার পরিকল্পনা।’

Share this post

PinIt
scroll to top