দেশের তথ্য ডেস্ক শেরপুর প্রতিনিধি :- গঠনতন্ত্র বহির্ভুত হওয়ায় শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি। উপজেলা আওয়ামী লীগের সভপতি মো. রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে এ কমিটি বাতিল করা হয়েছে। সেইসাথে নিজেদের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের স্বাক্ষরিত এক পত্রে বুধবার (২৬ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার কমিটি বাতিলের সংবাদে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জণ ছড়িয়ে পড়েছে।
রফিকুল ইসলামের অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার সম্মতি ও স্বাক্ষর ছাড়াই সদর উপজেলা আ’লীগের কমিটি অনুমোদন করা হয়েছে এবং তার সাথে কোনপ্রকার আলোচনা না করেই গঠনতন্ত্র পরিপন্থীভাবে কমিটি প্রকাশ করা হয়েছে। যা একইসাথে সংগঠনের রীতিনীতি বিরুদ্ধ গর্হিত কাজ। অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করা হয়েছে।
একইসাথে সংগঠনের রীতিনীতি বিরুদ্ধ উপায়ে কমিটি গঠন থেকে বিরত থাকার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আওলাদুল ইসলাম আওলাদের নাম ঘোষণা করা হয়। এরপর এক বছরের অধিককাল পেরোলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কিংবা প্রকাশের কোনো কথা শোনা যায়নি।
এর মধ্যেই গত বছরের ৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নেতৃত্বের পরিবর্তন ঘটে। সভাপতি পদে আতিউর রহমান আতিক এমপি-কে বহাল রেখে ছানুয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু অতিসম্প্রতি বিগত ১২ এপ্রিল ২০২২ তারিখ উল্লেখ করে জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যে সময় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। এতে দলের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়।
বিষয়টি জানতে পেরে দলের কেন্দ্রীয় হাইকমান্ডে কমিটি বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে পূর্ণাঙ্গ কমিটি বাতিলের অভিযোগ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গঠনতন্ত্র বহির্ভূতভাবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। দলের ভেতর একটি স্বার্থান্বেষী মহল নিয়মনীতির তোয়াক্কা না করে মনগড়াভাবে কমিটি দিয়েছেন, যার কোনো ভিত্তি নেই। ব্যাকডেটে কমিটি অনুমোদন করা হয়েছে। এজন্যই দলীয় হাইকমান্ডে অভিযোগ করেছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু জানান, কেন্দ্র থেকে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের চিঠি আমি হাতে পেয়েছি।