দেশের তথ্য ডেস্ক যশোর প্রতিনিধি :-
যশোর জেলা প্রশাসকের রাজাকারদের তালিকাভূক্ত আসামী মোঃ ফসিয়ার রহমান মোল্লা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের কারণে আসামী মোঃ ফসিয়ার রহমান মোল্লা সহ আরও চারজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে মামলা রুজু করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্ত কার্যক্রম শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অত্র মামলার বিচারকার্য শেষে আসামী ফসিয়ার রহমান মোল্লাকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পলাতক আসামী মোঃ ফসিয়ার রহমান মোল্লা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী, ঝিনাইদহ ও নাটোর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় নিজ আত্মীয়দের বাসায় আত্মগোপনে থাকে। উক্ত রায় সম্পর্কে র্যাব-৬, সিপিসি-৩, যশোর অবগত হলে পলাতক আসামীকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন তথ্যের মাধ্যমে পলাতক আসামী মোঃ ফসিয়ার রহমান মোল্লা এর অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জুলাই ২০২৩ তারিখ রাতে র্যাব-৬, (সিপিসি-৩ কোম্পানি) যশোর ও র্যাব-৫, (সিপিসি-২ কোম্পানি) নাটোর এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন কদিম চিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী (i) মোঃ ফসিয়ার রহমান মোল্লা (৭০), পিতা- মৃত মুনসুর আলী, সাং- ছোট খুদরা, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর’কে গ্রেফতার করে। এছাড়াও উক্ত মামলার পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-৬, (সিপিসি-৩ কোম্পানি) যশোর অভিযান অব্যাহত রেখেছে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।