ডেঙ্গুতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ২০১

sabachim.webp

দেশের তথ্য ডেস্ক বরিশাল প্রতিনিধি :-  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা কমলেও সবশেষ রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ২০১ জন ডেঙ্গু রোগী।

হাসপাতালের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার ইমরান (২৭) নামে এক যুবক মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়।

এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমলেও সব শেষ রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ২০১ জন ডেঙ্গু রোগী। এর আগে গত সোমবার চিকিৎসাধীন ছিলেন সাম্প্রতিক বছরের সর্বাধিক ২২১ জন ডেঙ্গু রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন রোগী। একই সময়ে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন রোগী।
এর আগে গত রবিবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ জন, শনিবার ২০৫ জন, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। সব শেষ বুধবার একজনসহ গত ৩ মাসে পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

Share this post

PinIt
scroll to top