মুন্সীগঞ্জে ত্রিমুখী সংর্ঘষে নিহত ১, আহত ৩

munshi.webp

দেশের তথ্য ডেস্ক মুন্সীগঞ্জ প্রতিনিধি :-  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে প্রাইভেটকারের চালকসহ ৩ যাত্রী।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাহিদ আহমেদ (২৭)। তিনি একটি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন। আহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা আব্দুর রব (৭০), তার স্ত্রী বিলকিস বেগম (৬১) ও প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ও আহতের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী লেনে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নাহিদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি পালানোর চেষ্টা করলে একটি প্রাইভেটকারকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন যাত্রী আহত হয়। তবে তাদের আঘাত গুরুত্বর না হওয়ায় তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ এবং মোটরসাইকেল বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা করছে।

Share this post

PinIt
scroll to top