দেশের তথ্য ডেস্ক :- দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দুই এক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী, চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপরে দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিন আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় অবস্থায় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় আছে।
আজ কিংবা আগামীকাল পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।