ঐক্যবদ্ধ হয়ে আ‘লীগকে ফের বিজয়ী করতে হবে: আ.ফ.ম রুহুল হক এমপি

dabhata-satkhira.png

দেশের তথ্য ডেস্ক দেবহাটা প্রতিনিধি :-  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

রবিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের কার্যালয়ে আয়োজিত সখিপুর ও দেবহাটা সদর ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের এক শ্রেনীর মানুষের চোখে সরকারের উন্নয়ন কখনই ধরা পড়েনা। গত প্রায় এক যুগে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে রাস্ট্রনায়ক শেখ হাসিনার দুরদর্শী চিন্তা ভাবনা আর একের পর এক সাফল্যে গোটা বিশ্ব আজ বিষ্মিত হয়েছে। দেশের চলমান এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

একইসাথে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়নকে সুসংগঠিত করতে সম্মেলনের প্রস্তুতি নেয়ার পরামর্শও দেন এমপি রুহুল হক। এসময় দলীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামীর প্রত্যাশা, পরামর্শ ও বিগত দিনের নানা সুবিধা-অসুবিধা ও স্থানীয় নেতাকর্মীদের বৈষম্যমুলোক আচরনে জমে থাকা ক্ষোভ প্রকাশ করেন।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top