অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ১৩ আসামি গ্রেপ্তার ।

ovoynogor.jpg

দেশের তথ্য ডেস্ক যশোর প্রতিনিধি :- যশোরের অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৩ জুলাই) সকালে পুলিশ জানায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলো উপজেলার কোটা গ্রামের মহইর শেখের ছেলে আজিজুর রহমান শেখ (৩৪), শংকরপাশা মন্দির বটতলা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস, নওয়াপাড়া মাছ বাজার এলাকার মৃত হেদায়েত বিহারীর ছেলে শুকুর আলী, ধোপাদী নতুন বাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এস এম রিপন (৩৫), বুইকারা গরুর হাট এলাকার আমজেদ গাজীর স্ত্রী মোছা. মাহফুজা বেগম, তালতলা একতারপুর গ্রামের শহিদুল ওরফে সাঈদ শেখের ছেলে মাজেদুল ইসলাম ওরফে নয়ন শেখ ও চয়ন শেখ, একতারপুর গ্রামের হেলাল মোড়লের ছেলে রুবেল মোড়ল (২৮), চেঙ্গুটিয়া গ্রামের ইউনুস জোয়াদ্দারের ছেলে ইমরান জোয়াদ্দার, রাজঘাট মোয়ালেমতলা গ্রামের আফছার আলী মল্লিকের ছেলে আল আমিন মল্লিক ওরফে লাভলু, বুইকরা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে শেখ জাহিদ হাসান পান্না (৪৫), গুয়াখোলা গ্রামের জাকির বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস, পায়রা গ্রামের রমজান আলী মোল্লার ছেলে রুবেল হোসেন। এদের সবাইকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযান পরিচালনা করে মোট তের জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় আসামিদের গ্রেফতার করে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Share this post

PinIt
scroll to top