দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- ঢাকামুখী প্রাইভেট কারের যাত্রী মেহেদী হাসান বলেন, ‘সকাল ৭টায় শ্বশুরকে নিয়ে ঢাকার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি। দুই ঘণ্টা ধরে যানজটে আটকে থাকার পর ঢাকায় ঢুকতে পেরেছি। অথচ ব্যাংকটাউন থেকে আমিনবাজার ১০ থেকে ১৫ মিনিটের পথ।’
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে শনিবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে পুলিশ। এতে ঢাকামুখী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকামুখী লেনে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। বিশেষ করে মাইক্রোবাস দেখলে থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করছেন ঢাকা জেলার পুলিশ সদস্যরা।
ঢাকামুখী প্রাইভেট কারের যাত্রী মেহেদী হাসান বলেন, ‘সকাল ৭টায় শ্বশুরকে নিয়ে ঢাকার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি। দুই ঘণ্টা ধরে যানজটে আটকে থাকার পর ঢাকায় ঢুকতে পেরেছি। অথচ ব্যাংকটাউন থেকে আমিনবাজার ১০ থেকে ১৫ মিনিটের পথ।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, সে জন্য অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
‘পাশাপাশি ট্রাফিক বিভাগের নিয়মিত যে কার্যক্রম, বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করা, সেটি করা হচ্ছে। কোনো গাড়ি থেমে নেই, চলমান আছে।’