দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- আন্তর্জাতিক বিরতির মাঝে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা মুশফিকুর রহিম আর তাসকিন আহমেদ গেছেন জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি১০ টুর্নামেন্টে খেলতে। গতকাল মুখোমুখি লড়াই হয়েছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস আর তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস। ম্যাচটিতে মুশফিকদের জয় হলেও তাসকিন আহমেদও দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে জোবার্গ বাফেলোস।
১৭ রানে নেই ৪ উইকেট! এর মাঝে এক ওভারেই তাসকিন তুলে নেন মোহাম্মদ হাফিজ, রবি বোপারা ও ডেলানো পটগিয়েটারকে। এরপর জোবার্গের হাল ধরেন মুশফিক। ২৩ বলে ৮ চারে অপরাজিত ৪৬* রান করে তিনি দলের স্কোরকে নিয়ে যান ১০৫ এ। তাসকিন ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট।
রান তাড়ায় নেমে বুলাওয়ে ব্রেভস ভালো করতে পারেনি। তারা ১০ ওভার ৯ উইকেটে ৯৫ রান করতে পারে। ১০ রানের জয় তুলে নেন জোবার্গ। এদিকে তাসকিনের দল কাল হারারে হারিকেনসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলেছে এবং জয়ও পেয়েছে।
ওই ম্যাচেও ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের গতিতারকা।