কৃষ্ণসাগর বন্দর নগরীতে রুশ হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

krisho-sagor.webp

দেশের তথ্য ডেস্ক :-  ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর বন্দর নগরী মাইকোলাইভ এবং ওডেসার কাছে অবস্থিত সামরিক স্থপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার মস্কো বাহিনী সেখানে রাতে এই হামলা চালায়।

গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়ার ‘এই হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে। আমরা ইতোমধ্যে বিশ্বব্যাপী গম এবং ভুট্টার দামের ওপর এর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি, যা সকলকে বিশেষ করে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে।’
এর আগে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনার বিষয়ে রাশিয়া ঘোষণা দেওয়ার পরই বিশ্ব বাজারে গমের দাম তীব্রভাবে বেড়ে গেছে।

এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে একটি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়।

Share this post

PinIt
scroll to top