রূপসায় ওয়ান শুটার গান এম এম রাইফেলের কাতুর্জ সহ সন্ত্রাসী গ্রেফতার

ostro-khulna.jpg

দেশের তথ্য ডেস্ক।।
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের আইচগাতি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ শামীম শেখ (৪৩) নামে এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের রস্তুম শেখ এর পুত্র। থানা পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নকিব ইকবাল গত ১৯জুলাই ১১-৫০মিনিটের দিকে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষে একদল চৌকস পুলিশ নিয়ে অভিযানে বের হয়ে সেনেরবাজার এলাকায় পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইচগাতি গ্রামস্থ ইউপি সদস‍্য কওসার মল্লিক ওরফে সোহেল এর বাড়ির পাশে ইটের সলিং দ্বারা নির্মিত রাস্তার উপর একদল সন্ত্রাসী অস্ত্র ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় শামীম নামে এক যুবক কে আটক করে। আটককৃত যুবকের নিকট থেকে ওয়ান শুটার গান লোহার বাট যাহা ৯.৫ ইঞ্চি ও এম এম রাইফেলের কাতুর্জ ৩টি জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইচগাতি ক্যামপুলিশের ইনচার্জ এস আই নকীব ইকবাল বাদী হয়ে রূপসা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন গ্রেফতার কৃত শামীম দুটি মামলার এজহার ভুক্ত আসামি। তাকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশের উপর গুলি চালানোর চেষ্টা করে।

Share this post

PinIt
scroll to top