আখাউড়া-লাকসাম রেলপথে দুই লেনের উদ্বোধন

aaakhaura.webp

দেশের তথ্য ডেস্ক আখাউড়া প্রতিনিধি :-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি আখাউড়া-লাকসাম রেলপথে দুই লেনে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাকসের আয়োজনে এবং রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নবনির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচল উপলক্ষে লাকসাম রেলওয়ে জংশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে উদ্বোধনী ট্রেনটি আখাউড়া জংশনের উদ্দেশে ছেড়ে যায়।

জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে এক সময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারত।

তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে।

Share this post

PinIt
scroll to top