পিরোজপুরের চারজনকে মৃত্যুদণ্ড গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ।

piroj-pur-news.webp

দেশের তথ্য ডেস্ক ভান্ডারিয়া প্রতিনিধি :-  গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নানসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় এসেছে। আজ বৃহস্পতিবার চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

অন্য দণ্ডিতরা হলেন- আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং মো. নুরুল আমিন হাওলাদার। এদের মধ্যে নুরুল আমিন হাওলাদার পলাতক।

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম, তিনি একই সঙ্গে পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী।

অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

দণ্ডিতরা মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও গ্রেপ্তার বা বিচার শুরুর সময় তারা জামায়াতে ইসলামির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top