কয়রায় ৫৩ কেজি হরিণের মাংস জব্দ অবৈধ চিংড়ি মাছ পাচারকালে আটক ১

horin.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা :-  কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি হরিণের মাংস ও ৩২০ কেজি বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ জব্দ করেছে । এ সময় বিনন্দ বৈদ্য নামে ১জন চিংড়ি মাছ পাচারকারীকে আটক করা হয়েছে।  ১৯ জুলাই, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ৪নং কয়রা গ্রামের শাকবাড়ীয়া খালের কিনারে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করে কয়রা থানা পুলিশ। অভিযানের বিষয়ে জানতে পেরে তিনটি বস্তায় রাখা হরিণের ওই মাংস খালের কিনারে ফেলে পাচারকারীরা খালে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন,  কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), এসআই বাবুন ও এএসআই মিহির মজুমদার সহ সঙ্গীয় ফোর্স। এর কিছুক্ষণ পরেই পৃথক আরেকটি অভিযানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে শিকার করা ৩২০ কেজি চিংড়ি জব্দ করেছে পুলিশ। উপজেলার কাঁশিরহাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এসব চিংড়ি পরিবহনের সময় বিনন্দ বৈদ্য (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার মদীনাবাদ গ্রামের পুলিন বৈদ্যের পুত্র। এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন, কয়রা থানার এসআই ফরিদ, কাটকাটা পুলিশ ফাঁড়ীর এসআই সবুজ সহ পুলিশ সদস্যরা। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, উদ্ধার করা হরিণের ৫৩ কেজি মাংস আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আর চিংড়ি সহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  কয়রা, খুলনা প্রতিনিধি  তারিখঃ- ১৯/০৭/২৩ ইং।

Share this post

PinIt
scroll to top